রংপুরে বাম জোটের হরতালের সমর্থনে মিছিলে পুলিশের লাঠিচার্জ

বিভাগীয় নগরী রংপুরে পুলিশের ধাওয়া ও লাঠিচার্যে বামজোটের ডাকা হরতালের সমর্থনে মিছিল পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ওই মিছিল থেকে পুলিশ বাসদ রংপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুসকে আটক করে।

বামজোট নেতৃবৃন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বামজোটের ডাকা আধা বেলা হরতালের সমর্থনে দুপুর ১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা সভাপতি আনোয়ার হোসেন বাবলু, বাসদ জেলা সভাপতি আব্দুল কুদ্দুস, বামজোট নেতা মমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত নির্বাচনি তফসিল প্রত্যাখ্যান করে বলেন, ‘এ সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি, ৭ জানুয়ারির নির্বাচনও নিরপেক্ষ হবে না। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, তদারকি সরকারের অধীনে ছাড়া কোনও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। কিন্তু সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য একতরফাভাবে নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনি তফসিল ঘোষণা করিয়েছে। এই তফসিল আমরা মানি না।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।

সমাবেশ শেষে বামজোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে ওয়ালটন মোড় হয়ে জাহাজ কোম্পানি এলাকায় আসলে পুলিশ পেছন থেকে ধাওয়া এবং লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ বামজোট নেতা বাসদ জেলা সভাপতি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করে গাড়িতে তোলার চেষ্টা নেতাকর্মীরা বাধা দেন। পরে তাকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের লাঠিচার্জে পাঁচ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বামজোটের নেতাকর্মীরা।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, বাসদ নেতা কুদ্দুসকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, বামজোটের ডাকা হরতালে কোনও প্রভাব পড়েনি রংপুর নগরীতে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। যানবাহন চলাচল করেছে।