নাটবল্টু খুলে নেওয়া হয়েছে কুড়িগ্রাম-তিস্তা-রংপুর রেললাইনের

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী এলাকায় কুড়িগ্রাম-তিস্তা-রংপুর রেললাইনের নাটবল্টু খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় কে বা কারা ঠাঁটমারী বদ্ধভূমির কাছে রেলসেতুর ওপরের রেললাইনের কমপক্ষে ১০টি নাটবল্টু খুলে ফেলে। তবে এ ঘটনাকে নাশকতা নয়, ‘চুরি’ হিসেবে দেখছে রেল বিভাগ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ রেল বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক জানান, ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের রেললাইনে নাটবল্টু কে বা কারা খুলে নিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের একজন উপসহকারী প্রকৌশলী এটিকে চুরির ঘটনা বলে জানিয়েছেন। রেল বিভাগ লাইন মেরামত করেছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিষয়টি নাশকতা নয়। কে বা কারা নাটবল্টু চুরি করেছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা নিরাপত্তা জোরদার করছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং সোয়া ১০টার দিকে চিলমারী কমিউটার লোকাল ট্রেন কুড়িগ্রাম স্টেশন ছেড়ে যায়। দুপুরে রেললাইনের নাটবল্টু খুলে থাকার বিষয়টি রেল বিভাগের নজরে আসে। পরে লাইন মেরামত করা হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।