কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার

সরকার নির্ধারিত মূল্যের বেশি রেখে পাসপোর্ট তৈরির অভিযোগে কুমিল্লা পাসপোর্ট অফিস এলাকা (নোয়াপাড়া) থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) র‌্যাব-১১ কুমিল্লা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবারের (২২ জানুয়ারি) ওই অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূল হোতা মো. সাব্বির হোসেনসহ (২৪) ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় চারটি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লিপ, ১২টি মোবাইল সেট ও নগদ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– সদর দক্ষিণ উপজেলার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৪), সদরের নোয়াপাড়া এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে সাফি মাহমুদ (২৮), ছোটরার মৃত ইদ্রিস মিয়ার ছেলে সুজন (৪২), শিকারপুরের তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ হাসান (৩০), নোয়াপাড়ার মৃত সুলতান মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৫৩), মোনসেফ বাড়ির মঞ্জুরুল হকের ছেলে ইমরুল হক (৩২), চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে মো. আলী (২৭), সদরের নতুন চৌধুরীপাড়ার দেলোয়ার হোসেন রোমানের ছেলে শাহাদাত হোসেন প্রিন্স (২৮), সদরের শাসনগাছা এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে মোশারফ হোসেন সাকিব (২০), শংকরপুরের রুক মিয়ার ছেলে রনি (২৩), রাজাপুরের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ ইমন (২১), লালমাই উপজেলার দক্ষিণ ধনপুর এলাকার খোরশেদ আলমের ছেলে জহির আহম্মেদ(২৬), বরুড়া উপজেলার বরহাতুয়া এলাকার আবুল হোসেনের ছেলে পারভেজ (২২), মেঘনা উপজেলার আলাউদ্দিনের ছেলে সিয়ামুল ইসলাম সৈকত (২০)।

র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতার আসামিরা পাসপোর্ট দালালচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’