ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এজন্য ধীরগতিতে যানবাহন চলায় ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ।

মঙ্গলবার মধ্যরাত থেকে এই মহাসড়কে ময়মনসিংহ সদরের চোরখাই বাজার মোড় থেকে শুরু হয়ে শম্ভুগঞ্জ বাজার মোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে।

গার্মেন্টস ছুটি হওয়ায় এবং অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশ প্রশাসন রাত থেকেই সড়কে দায়িত্ব পালন করলেও অতিরিক্ত যানবাহনের কারণে যানজট নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ সুপার মাসুম আহমেদ জানিয়েছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সাধ্যমতো দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে, দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। রাত ২টার দিকে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মী কমলা বেগম বাসে উঠেছেন। যাবেন ময়মনসিংহের তারাকান্দা গ্রামের বাড়িতে। ময়মনসিংহে দিগার কান্দা বাইপাস মোড়ে আসতে তার সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা। তিনি বলেন, ‘স্বামী-সন্তানদের নিয়ে ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। যানজটের কারণে রাতের সেহরি খাওয়া পর্যন্ত আমাদের হয়নি। দীর্ঘ যানজটের কারণে এমন ভোগান্তিতে পড়তে হবে এটি কখনোই ভাবিনি।’

তিনি আরও জানান, অধিকাংশ যাত্রীর বেলায় একই ঘটনা ঘটেছে। গাজীপুর চৌরাস্তার পর থেকেই যানজট সৃষ্টি হয় এবং গাড়ি ধীরগতিতে চলতে থাকে।

অপর যাত্রী আব্দুল কুদ্দুস জানান, দীর্ঘ যানজটের কারণে গাড়ি পিঁপড়ার গতিতে চলছে। অনেকেই ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে এসে যানবাহন থেকে নেমে পড়ে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।