দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চাপড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৪০) এবং একই উপজেলার মিলপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সবুর (৩৫)।

স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘রবিবার সকালে চাপড়া গ্রামের আকামউদ্দিনের বাড়ির কাছে সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনের মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি বাঁধবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব জানান, বিপ্লব হোসেন মোটরসাইকেলে কুমারখালী যাচ্ছিলেন। পথে চাপড়া পশ্চিমপাড়া গ্রামে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।