ভারতে পাচারের সময় আড়াই কেজি সাপের বিষ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার বিষের মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার ভোররাত ৩টা ৪০ মিনিটে এ অভিযান চালায় বিজিবি।

সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারতে সাপের বিষ পাচার হবে এমন গোপন সংবাদ পায় বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় উপঅধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহল দল ভোররাতে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তের ২৮৯নং মেইন পিলারের ৪১নং সাবপিলার সংলগ্ন উচাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাচের জার উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। দুটি কাচের জার থেকে ২ কেজি ৪৭১ গ্রাম মূল্যবান সাপের বিষ উদ্ধার করা হয়।