আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয় জনকে খুলনা ও গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকালে মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামে সাগর শেখের গ্রুপ এবং হেদায়েত শেখের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানায়, স্থানীয় বড়ঘাট এলাকায় একটি চায়ের দোকানে হেদায়েত শেখের লোকজন বসা ছিল। সে সময় সাগর শেখের লোকজন এসে ধাওয়া করে। ফলে তাদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। এরপর ওই গ্রামের কয়েকটি স্থানে হামলা-পালটা হামলা এবং সংঘর্ষসহ ৫-৭টি বাড়িঘরের ভেতরে ও বাইরে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।  আহতদের মধ্যে কয়েকজন হলেন- মিন্নি (৩০), দিনু (২৭), সাহেদ মোল্লা (৫৫), সোহেল শেখ (৩৫), টুটুল ফকির (২৫), হাফিজুর (৪০) ও দুলাল (৪৫)।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।