যাত্রীবাহী ইজিবাইকে ট্রাকের চাপা, নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের খাজানুর ইসলামের ছেলে ইজিবাইকচালক নজরুল ইসলাম (৪৫); পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজালের স্ত্রী জাহানারা বেগম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুরের আমবাড়ী থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিল। পথে বারাইহাট এলাকায় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীযাত্রী ও ইজিবাইকের চালক নিহত হন। আরও দুই যাত্রী আহত হন। ওই ইজিবাইকে তিন যাত্রী ও চালক ছিলেন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করেন। আহতদের একজনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপর একজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি ও চালককে আটক করা হয়েছে।