নিখোঁজের একদিন পর কৃষিশ্রমিকের মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় আনিসুর রহমান (৪২) নামে এক কৃষিশ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদতন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করা হচ্ছে।

এর আগে সকাল ৮টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান মাস্টারের আমবাগানে মরদেহটি পাওয়া যায়।

নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

তুলসীপুর গ্রামের নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান ও তার (আনিসুর) স্ত্রী পারভিন জানান, শুক্রবার (২২ নভেম্বর) বিকালে মনিগ্রাম বাজারে যান আনিসুর। পরে বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন পরিবারের সদস্যরা। পরের দিন শনিবার মানুষের কাছ থেকে জানতে পারেন ওই আমবাগানে গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবার ও এলাকাবাসী জানান, আনিসুর একজন সরল-সহজ মানুষ ছিলেন। নিহতের দুই মেয়েও এক ছেলে রয়েছে। বিবাহিত বড় মেয়ে আল্পনা খাতুন তালাকের কারণে বর্তমানে তার বাড়িতে আছে। মেজ মেয়ে মদিনা খাতুনের বয়স সাত বছর। ছেলে সোহাগ হোসেনের বয়স এক বছর।

রাজশাহীর বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার জানান, খুব শিগগিরই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।