গাছের শিকড়ে পানি ঢেলে ডাল ছেঁটে কোনও লাভ হবে না: মামুনুল হক

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘গাছের শিকড়ে পানি ঢেলে উপরে ডাল ছেঁটে কোনও লাভ হবে না। ডাল ছেঁটে পুরো গাছের ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না। পুরো গাছটা উপড়ে ফেলতে হবে। আপনারা যা চাচ্ছেন তা বাস্তবায়ন করতে পারবেন না। সংবিধানে কোরআন-সুন্নাহ বিরোধী আইন ও নীতিমালা করার যে ওপেন স্পেস তা বন্ধ করতে হবে।’

শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নীলার মাঠে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। উলামা পরিষদ গোপালগঞ্জের আয়োজনে এ আয়োজন করা হয়। এতে গোপালগঞ্জসহ আশপাশের জেলার বহু মানুষ যোগ দেন।

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নীলার মাঠে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে বহু মানুষের সমাগম হয়এ সময় সংবিধান প্রসঙ্গে মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত “ধর্মনিরপেক্ষতা” নামক কুফরি মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে ইমানের ধারা ফিরিয়ে আনতে হবে।

‘এ দেশে আলেম সমাজ ভাড়াটিয়া না, এ দেশের মাটি রক্তের বিনিময়ে কিনেছে আলেম সমাজ। যুদ্ধ করে কিনেছে। কেউ রক্তচক্ষু দেখালে তা উপড়ে ফেলা হবে।

তিনি আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘আলেম সমাজকে কখনোই দাম দেয়নি আওয়ামী লীগ। আলেম সমাজ কোনও রাজনৈতিক পরামর্শ দিলে তা কখনোই আমলে নেয়নি তারা। তাই তাদের এমন করুণ পরিণতি।’ ভবিষ্যতে তাদের এটা মাথায় রাখারও পরামর্শ দেন তিনি।