যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮ যানবাহন পারাপার

উত্তরবঙ্গের প্রবেশপথে যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সময়ে এসব যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। রবিবার (৩০ মার্চ) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এসব যানবাহনের মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮টি পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘এবার ঈদযাত্রায় মানুষ অনেকটা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাতে পারছেন। আমরা যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার করছি। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলাচলের চেষ্টা করা হচ্ছে।’

এদিকে, যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। এই সময়ে ঘরমুখো মানুষদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।