X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সোয়া এক ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৩:১১আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৩:১১

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সোয়া এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বুধবার সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের মার্চ মাসের বকেয়া বেতনের দাবি জানান। কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সুরাহা না দেওয়ায় শ্রমিকরা সকাল ১০টার দিকে মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বিক্ষোভকারী শ্রমিকেরা আরও জানান, গত মার্চ মাসের ২০ দিনের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের মধ্যে আমাদের বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। দেড় হাজার শ্রমিক সকালে কারখানায় কাজে যোগ দিই। সকাল সাড়ে ৯টার দিকে গেলো মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবি জানাই কর্তৃপক্ষের কাছে। এ সময় কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে সঠিক কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি। পরে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি। প্রতিমাসেই কারখানার মালিক-কর্তৃপক্ষ আমাদের বেতন সময়মতো পরিশোধ করে না। গেল রোজার ঈদেও আমাদের বেতন নিয়ে টালবাহানা করছে। পরে আন্দোলন করে আমাদের পাওনা আদায় করতে হয়েছে।

এসব বিষয়ে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১০টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। খবর পেয়ে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ, শিল্পপুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১ টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স