বিএসএফ দুই বাংলাদেশিকে হস্তান্তরের পর দুই ভারতীয়কে ফেরত দিলো বিজিবি

দিনাজপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় আট ঘণ্টা পর দুই বাংলাদেশি কৃষককে হস্তান্তর করেছে বিএসএফ। এ সময় দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের শূন্যরেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ওই সীমান্ত দিয়ে দুপুর ১২টার দিকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। সে সময় ওই এলাকা থেকে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয় নাগরিককে আটক করে গ্রামবাসী। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন কৃষক। দুপুর ১২টার দিকে বিএসএফ সদস্যরা দুজনকে ধরে নিয়ে যান।

এই ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে আটক করে গ্রামবাসী। তাদের কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

ঘটনাটি নিশ্চিত করে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, ‘দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর আমরা বিষয়টি বিজিবিকে জানাই। এর মধ্যেই বাংলাদেশি যুবকরা দুইজন ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। পরে আটক ভারতীয় নাগরিকদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।’

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতের ৯১ বিএসএফ কাটাবাড়ি ক্যাম্পে দুটি চিঠি দেওয়া হয়। সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়ার পর ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের স্ব স্ব সীমান্ত রক্ষী বাহিনীর করছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় বিজিবি সাংবাদিকদের কাছে বক্তব্য দেয়নি। তবে রাত ৯টা ১৬ মিনিটে সাংবাদিকদের ফোনের হোয়াটসঅ্যাপে বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সকাল সাড়ে ১১টায় দিনাজপুর ব্যাটলিয়নের (৪২ বিজিবি) অধীন ধর্মজান বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া সীমান্ত এলাকার শূন্যরেখার নিকটবর্তী নিজস্ব জমিতে ৮-১০ জন বাংলাদেশি নাগরিক ধান কাটছিলেন। একপর্যায়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ধান মাড়াইয়ের কাজ করেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং দুই বাংলাদেশি নাগরিক কারুলিয়াপাড়া গ্রামের ইসরাইলের ছেলে এনামুল হক (৫৫) এবং এনামুল হকের ছেলে মাসুদকে (২৭) ৯১ ব্যাটালিয়ন বিএসএফের কাটাবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে চলে আসতে সক্ষম হন।

‘ওই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেন। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাবাড়ি অনন্তপুর গ্রামের লুর্ধু সরেনের ছেলে ফিলিপ সরেন (৩৫) এবং সুরেন টুডুর ছেলে অভিনাথকে (২৫) আটক করে বিজিবি টহল দলের কাছে হস্তান্তর করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর ও গ্রহণ করা হয়।’