রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামনটারীচর গ্রামে গৃহবধূ সালেহা বেগমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি বুলবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রংপুরের সিনিয়র জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

এ মামলার অপর তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় বুলবুলসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামনটারীচর গ্রামে ভিকটিম সাজু মিয়াকে তুচ্ছ ঘটনার জের ধরে আসামি বুলবুলের নেতৃত্বে অন্য আসামিরা মারপিট করছিল। সে সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে আসামিরা ভিকটিমের মা সালেহা বেগমকে ছোরা দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় সালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাত আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি বুলবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং আসামি নুরুল আমিন, আফরোজা ও লালমিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী পিপি আফতাব উদ্দিন অ্যাডভোকেট বলেন, ‘বাদীপক্ষ সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ রায়ে সরকারপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জানান, তার মক্কেলরা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।