খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সহ-সভাপতি রাজেন্দ্র ত্রিপুরাকে শহরের শাপলা চত্বর থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজেন্দ্র ত্রিপুরাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাকে আগামীকাল আদালতে তোলা হবে।