বজ্রপাতের বিষয়ে মসজিদের মাইকে সতর্ক করতে নির্দেশনা

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম সম্ভাব্য বজ্রপাতের বিষয়ে উপজেলার প্রতিটি মসজিদের মাইক ব্যবহার করে সবাইকে সতর্ক করতে নির্দেশনা দিয়েছেন। 

রবিবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল আইডিতে তিনি এই সতর্কতামূলক নির্দেশনা দেন। 

নির্দেশনায় ইউএনও নাজমুল ইসলাম উল্লেখ করেন, রবিবার সন্ধ্যায় (১৮ মে) মিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার মসজিদের মাইক ব্যবহার করে সম্ভাব্য বজ্রপাতের বিষয়ে সবাইকে সতর্ক করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি। সতর্কতামূলক এই নির্দেশনার সঙ্গে তিনি আবহাওয়ার পূর্বাভাস কুষ্টিয়ার একটি ছবি শেয়ার করেছেন।