মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ আরও সাত বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে তাদের পুশ ইন করা হয়। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই পুশ ইনের ঘটনা ঘটছে। এতে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে, বিজিবি সীমান্ত এলাকায় পাহারায় থাকলেও কীভাবে বারবার পুশ ইনের ঘটনা ঘটছে?

সূত্রে জানা গেছে, পুশ ইনের পর তুতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাত জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ‘বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিবির চোখ ফাঁকি দিয়ে কীভাবে পুশ ইনের বিষয়টি ঘটছে সেটি খতিয়ে দেখা হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।