শেখ হাসিনা ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার হতো না: ইনু

বরিশালে জাসদের জনসভায় ইনুতথ্যমন্ত্রী ও জাতীয় কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনা ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার হতো না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে শেখ হাসিনার সরকারের ওপর অনেকের ভরসা ছিল না। অনেকে বলেছেন এটা রাজনৈতিক খেলা, যুদ্বাপরাধীদের বিচার হবে না। কিন্ত শেখ হাসিনা এক একজন করে সবার বিচার করেছেন।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  বরিশালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাসদ এর  জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় ইনু এসব কথা বলেন। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘দেশে মানুষ পুড়িয়ে হত্যা করা, জঙ্গিবাদ লালন করা,  রাজাকার পালন করা বিএনপির ইতিহাস।

জঙ্গিবাদী ও রাজাকারদের দিয়ে সারা দেশ পুড়িয়ে দিয়েছে খালেদা জিয়া। যে বিএনপি জঙ্গি-রাজাকারদের পক্ষে ওকালতি করে তারা গণতন্ত্রের উকিল হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আগামীতে দেশে সামরিক সরকার, রাজাকার-জঙ্গিবাদ সরকার দেখতে না চাইলে জঙ্গি পালনকারীদের বিচার করতে হবে। মানুষ পোড়ানো,  জঙ্গি লালন-পালনকারী খালেদা জিয়াকে আপনাদের ত্যাগ করতে হবে। বিএনপি গণতন্ত্রের পক্ষে থাকবে না চক্রান্তের পক্ষে থাকবে তা আগামী নির্বাচনেই বোঝা যাবে।’

জাসদ কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, ‘খালেদা জিয়াকে শেখ হাসিনা ফাঁসান নাই। তিনি নিজেই দুর্নীতি, মানুষ পোড়ানো, জঙ্গিবাদ, রাজাকার পালনকারীর ঘটনায় ফেঁসে গেছেন।’

জাসদের জেলা ও মহানগরের শাখার আয়োজনে মহানগর জাসদ সভাপতি মো. মজিবুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান শওকত, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আ. হাই মাহাবুব, জাহাঙ্গির কবির মুকুল, অ্যাড. আ. হাই খন্দকার, জাসদ ছাত্রলীগ নেতা পংকজ শিকারী, (ববি) ছাত্রলীগ নেতা তরুন রায় প্রমুখ।

জনসভায় ভোলা, ঝালকাঠী, পটুয়াখালীসহ বিভাগের বিভিন্ন উপজেলার জাসদের সভাপতিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

সীমান্ত গেট খুলে দিয়েছে মিয়ানমার
আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ