বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ২৫ জলদস্যুর আত্মসমর্পণ

333

বঙ্গোপসাগর ও সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছেন।  

শনিবার ১১টার দিকে পটুয়াখালী শিল্পকলা একাডেমী ভবনে আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন, আলিফ বাহিনীর প্রধান মো. আলিফ মোল্লা ওরফে দয়াল (৪২), মো. রেজাউল শেখ ওরফে ছোট (২৮), মো. সফিনুর রহমান সফি (২০), মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা (৪০) মো. হযরত আলী বরকন্দাজ ওরফে জামাই গুটি, (৩৮) মো. শাহিনুর আলম ওরফে শাহীন (২৯), মো. জমির আলী জমু (৪৬), মো. আল আমীন মোল্লা (৩৫), মো. তাইজেল ওরফে বড় ভাই (২৭), মো. সিরাজুল ইসলাম ওরফে সুমন (৪১), মো. আলমগীর গাজী (২৬), মো. কামাল শেখ (৩৮), মো. হোসেন আলী ওরফে ভাগ্নে (২৮), মো. সেলিম মোড়ল (৩৯), মো. হযরত আলী গাইন ওরফে আঙ্গুল কাটা হযরত (৩৯), মো. পিয়ার আলী (৩৭), মো. লিটন বিশ্বাস ওরফে দেওয়ান (৩২), মো. হাবিবুর রহমান ওরফে বাছা (২৭), মো. এনামুল গাজী ওরফে এনা (৩৫)। 

কবিরাজ বাহিনীর সদস্যরা হলেন মো. ইউনুচ আলী শেখ ওরফে কবিরাজ (৩০),  মো. নাজিম শেখ (৩৮),  মো. আলতাব উদ্দিন ফকির (৩৩), মো. আবু শেখ (৪৬),  মো. সেলিম হাওলাদার (৩০),  মো. আশরাফ হোসেন ওরফে রাজু (৩৭)। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, মুন্সিগঞ্জ ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকায়।

আত্মসর্মপণকারীরা র‌্যাবের কাছে ১০টি এক নালা বন্দুক, ৭টি বিদেশি দোনালা বন্দুক, চারটি দুই বোর বিদেশি এয়ার রাইফেল, ছয়টি ওয়ান শুটারগান এবং চারটি কাটা রাইফেলসহ ১১১০ রাউন্ড গোলাবারুদ জমা দেন।

র‌্যাব জানায়, আলিফ মোল্লা ১৯৯৭ সালে ও মো. ইউনুচ আলী ওরফে কবিরাজ ২০১২ সালে জলদস্যু বাহিনী গঠন করে সাধারণ জেলে ও  স্থানীয় পেশাজীবীদের ওপর অত্যাচার করে আসছিল।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের জলসীমা এবং বঙ্গোপসাগর জলদস্যু মুক্ত করতে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তার দিক নির্দেশনায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় একাধিক জলদস্যু বাহিনীর সদস্যরা র‌্যাবের কাছে আত্মসমার্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আপনারা শিগগিরই আত্মসর্মপণ করে পরিবারের কাছে ফিরে আসুন।’

বরিশাল র‌্যাব ৮ এর অধিনায় লে. কর্নেল মো. আনোয়ার উজ্জামান এর সভাপতিত্বে এবং র‌্যাব ৮ এর উপ-পরিচালক মেজর আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান তালুকদার, র‌্যাবের মহাপরিচালক মো. বেনজীর আহমেদ। বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ মো. আমরাম হোসেন, কোস্টগার্ড এর ঊর্ধ্বতন কর্মকর্তা বসির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান প্রমুখ। 

/জেবি/

আরও পড়তে পারেন: রাজশাহীতে জামায়াতের ২ নেতাকর্মী গ্রেফতার