বরিশালে ৫৮১ মণ্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি

বরিশালে চলছে দুর্গা পূজার প্রস্তুতিবরিশাল মহানগর ও জেলায় ৫৮১টি মণ্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি। ২৬ সেপ্টেম্বর (৯ আশ্বিন) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজার পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হবে।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর বলেন, ২৬ সেপ্টেম্বর দুর্গা পূজা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর (১৩ আশ্বিন) দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী দুর্গা এবার নৌকায় পৃথিবীতে আসবেন (ফল-শস্য বৃদ্ধি) এবং ঘোড়ায় চড়ে ফিরে যাবেন।

চলছে প্রতিমা নির্মাণতিনি জানান, মহানগরে এবারে ৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯টি সার্বজনীন, ৬টি ব্যক্তিগত এবং ২টি মানসিক। মহানগরের প্রায় সকল মন্দিরেই দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে। ইতিমধ্যে পূজা পালনে দিক নির্দেশনার জন্য মহানগরের মন্দির কমিটির নেতৃবৃন্দের সভায় শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে পালন করা হয় সে নিয়ে মতবিনিময় হয়েছে।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী জানান, মহানগরের বাইরে বরিশাল জেলায় ৫৪৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলায় সব থেকে বেশি অর্থাৎ ১৩৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও বরিশাল সদর উপজেলায় ২০টি, হিজলায় ১২টি, মুলাদীতে ১০টি, বাকেরগঞ্জে ৬৯টি, মেহেন্দীগঞ্জে ২৩টি, বানারীপাড়ায় ৫৬টি, উজিরপুরে ১১৩টি, বাবুগঞ্জে ২২টি এবং গৌরনদী উপজেলায় ৮০টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য বিভিন্ন মন্দিরে গিয়ে কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাত এবং আলোচনা সভার আয়োজন করেছি। পূজায় যেন বিশৃঙ্খলা বা কোনও কিছুর ঘাটতি না থাকে সে বিষয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬