‘মাদকসেবী ও বিক্রেতারা ভালো পথে এলে তাদের পুনর্বাসন করা হবে’

পিরোজপুরবরিশাল রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘মাদকসেবী ও মাদক বিক্রেতারা ভালো পথে এলে তাদের পুনর্বাসন করা হবে। সবার সহযোগিতা থাকলে সমাজের পরিবর্তন অবশ্যই হবে।’ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ সক্ষমতা অর্জন করেছে। জঙ্গিদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এলাকায় নতুন কেউ বাড়ি ভাড়া নিতে চাইলে তার সম্পর্কে সব ধরনের তথ্য জেনে নিতে হবে। ’

সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ মো. শাহ আলম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না।