ঝালকাঠিতে আগুনে বেকারি পুড়ে ছাই

আগুনঝালকাঠিতে নলছিটি আমিরাবাদে একটি বেকারি কারখানা আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে নগদ ৮ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিকপক্ষ দাবি করেছেন। রবিবার (১৫ এপ্রিল) রাত দেড়টার সময় আমিরাবাদ বাজারের ইমন বেকারিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে অসুস্থ হয়ে কারখানার মালিক মাসুদ হাওলাদার মাসুম বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পাশের একটি কক্ষে শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিল। আগুনের টের পেয়ে তারাহুড়ো করে বের হতে গেলে ৪/৫ জন শ্রমিক মারাত্মক আহত হয়। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই মেশিনারিজ পুড়ে যায়।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল ইসলাম জুপিটার জানান, আগ্নিকাণ্ডের কথা শুনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে জেলা প্রশাসকের দফতরে পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।