বরিশালে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫ দিনে গ্রেফতার ৯৪

বরিশালবরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাদকবিরোধী অভিযানে গত ৫ দিনে ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০৯ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১টি পাইপগান, ১টি চাপাতি, ১টি রামদা ও ৮ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (২৩ মে) নগরীর পলিটেকনিক্যাল সড়কস্থ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, ‘বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাদকবিরোধী অভিযানের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে সন্ত্রাসী কার্যক্রম ও অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এ কারণে মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নগরীর কেডিসি এবং ঈদগাহ বস্তিসহ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায় ৪ থানা ও গোয়েন্দা পুলিশ।’

তিনি আরও বলেন, ‘বরিশাল নগরে ২৬৭ জন মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদকে সম্পৃক্ত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বরিশাল নগরীর মাদক ব্যাবসায়ীদের সঙ্গে কোনও আপস নেই । এদেরকে কোনও ছাড় দেওয়া হবে না।’

মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া আরও বলেন, ‘ডিবিসহ নগরীর চার থানার তালিকাভুক্ত ২৬২ জন মাদক ব্যাবসায়ীকে আইনের আওতায় আনার জন্যে অভিযান চলছে।’

তিনি বলেন, এর আগে আমরা ’মাদককে না-বলি’ এ স্লোগান দিয়ে বিভিন্ন প্রচার-প্রচারণাসহ মাদক ব্যাবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যাপক সুযোগ সৃষ্টি করেছিলাম। যারা সে সুযোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের জীবন ও জীবীকায় সহায়তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
প্রেস ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন মেট্রো ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লা, মেট্রো ডিবির মুখপাত্র (এসি) সহকারী পুলিশ কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক ও উপ-পুলিশ কমিশনার খায়রুল ইসলাম।

অপরদিকে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১লা রমজান থেকে ৫ম রমজান পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধারে বিভিন্ন থানা এলাকায় বরিশাল জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে এ পর্যন্ত ২৯ জন ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে বরিশাল জেলার ১০টি থানা এলাকায় মোট ২৩টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা ও ৪৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৩২৫ জনের মতো তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছে।