সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

ঝালকাঠিঝালকাঠির রাজাপুরে সাপের কামড়ে এলভি বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান গ্রামে এই ঘটনা ঘটে। এলভি বেগম বামনখান গ্রামের মিরাজ হোসেনের স্ত্রী।

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল খায়ের রাসেল ওই গৃহবধূর স্বজনদের বরাত দিয়ে জানান, এলভি বেগমকে ঘুমের মধ্যে বিষধর সাপ কামড় মারে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, মূলত সাপে কামড় দেওয়ার আধা ঘণ্টার মধ্যে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হয়। কিন্তু এই ইনজেকশন জেলা সদর হাসপাতাল ছাড়া পাওয়া যায় না। এ কারণে গ্রামাঞ্চলের সাপে কামড়ের রোগীকে বিলম্বে হাসপাতালে নিয়ে আসা এবং সঠিক সময়ে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া সম্ভব হয় না বলে অধিকাংশ রোগী মারা যায়।