অস্ত্র ও গোলাবারুদসহ জলদস্যু আটক

বরগুনাবরিশালের বরগুনা জেলার পাথরঘাটার বলেশ্বর নদী এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ এক জলদস্যুকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার দুপুরে র‌্যাবের গণসংযোগের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এএসপি মুকুর চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে বরগুনা জেলার পাথরঘাটা বলেশ্বর নদীর বকুলতলা গ্রাম থেকে জলদস্যু মো. আবদুল হালিম গাজীকে (৩৮) আটক করা হয়।

আটক হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মো. রুহুল আমীন গাজীর ছেলে এবং সুন্দরবন উপকূলের জলদস্যু ‘সাত্তার বাহিনীর’ সক্রিয় সদস্য বলে র‌্যাব জানায়।

এ সময় তল্লাশি চালিয়ে সেখান থেকে কাঠের বাঁটযুক্ত একটি একনলা বন্দুক, ১৮ রাউন্ড গুলি, ২টি ধারালো ছুরি এবং ১টি গুলি রাখার ছোট কালো ব্যাগ উদ্ধার করা হয়।

মঙ্গলবার আটক জলদস্যু ও উদ্ধারকৃত মালামাল পাথরঘাটা থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়।