রাজাপুরে বিদ্যুতের খুঁটি স্থাপন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিঝালকাঠির রাজাপুরে লাইন বন্ধ না করে বিদ্যুৎ সরবরাহ লাইনের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে রাব্বি খান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের সাউথপুর ব্রীজ এলাকার এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
রাব্বি উপজেলার সাতুরিয়া বোর্ড অফিস এলাকার ইউনুচ খানের ছেলে। আহতরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার আলী হোসেনের ছেলে পল্লী বিদ্যুতের সুপারভাইজার মনির হোসেন, রাজাপুরের সাতুরিয়ার আব্দুল কুদ্দুসের ছেলে পারভেজ হোসেন, হিরন সিকদারের ছেলে হাসিফ সিকদার, ইব্রাহিম খানের ছেলে ইমাম খান, ইমাম খানের ছেলে সিফাত খান, আলী হোসেনের ছেলে নয়ন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ লাইন বন্ধ ভেবে নতুন খুটি দাড় করানোর সময় তা বিদ্যুতের লাইনে পড়ে। এতে পুরো খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। রাজাপুর থানার ওসি তদন্ত মাইন উদ্দিন জানান, রাব্বি নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।