অবৈধভাবে নিবন্ধনকৃত সিমসহ আটক ৫

আটক পাঁচজন (মাঝে)পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মোবাইল ফোনের সিম নিবন্ধন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতের এই অভিযানের সময় বিভিন্ন কোম্পানির ১৬০টি সিমও জব্দ করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে মো. ইলিয়াছ (২৮), চরনিশানবাড়িয়া এলাকার মো. আনোয়ার হোসেন মল্লিকের ছেলে জাহাঙ্গীর মাঝি (৪০), একই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (১৯), মজিদপুর এলাকার আব্দুল মোতালেব আকনের ছেলে আল মামুন (২৭) ও মহিপুর এলাকার মো. ইউসুফ আলীর ছেলে আল আমিন (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশি লাভের আশায় অবৈধভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে বিক্রি করা হচ্ছে গোপন সূত্রে এমন খবর পায় র‌্যাব। ওই খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতভর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন বটতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে নিবন্ধন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে আটক করে র‌্যাব-৮। তাদের তল্লাশি করে বিভিন্ন কোম্পানির ১৬০টি সিম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. আল আমিনকে আটক করা হয়।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক শেখ নাজমুল আরেফিন জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন কোম্পানির অনুমতি না নিয়ে তারা অশিক্ষিত মানুষের সরলতার সুযোগ নিয়ে অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন করে রাখে। পরবর্তীতে ওই সিম বেশি দামে অন্যত্র বিক্রি করে। এসব সিম সাধারণত অবৈধ ব্যবসাসহ নানাবিধ অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়ে থাকে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের চক্রের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।