ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, রবিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় হারুন তার মেয়েকে জবাই করার ভয় দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে প্রথমে মেয়ে মুখ না খুললেও পরে পরিবারের লোকজনকে সে বিষয়টি জানায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই হারুনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। ভিকটিমের পরীক্ষার জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।