নগরীর সদর রোড, কালীবাড়ি রোড, হাসপাতাল রোড এবং নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ২৩ ব্যক্তি এবং মাস্ক ব্যতিত দোকানে প্রবেশ করতে দেওয়ায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ২০০ টাকা আদায় করেন। এছাড়া নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৫ ব্যক্তিকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকদ্বয় মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রামণ থেকে বাঁচতে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে বিচারকরা জানান।