ভ্যাকসিন নিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার (১০ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন।

পিরোজপুরের জেলা প্রশাসনের নাজির মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের নাজির মো. হুমায়ুন কবীর জানান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের নাজির ও দুজন সহকারী নাজিরসহ ২০ জন কর্মচারী করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন নিয়েছেন ।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুর জেলা হাসাপাতালে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন নিয়েছেন ।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, তিনি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ বেশ কয়েকজন আজ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। বৃহস্পতিবার সদর উপজেলার অন্য কর্মকর্তা ও কর্মচারীরা করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন নেবেন।