৫০ টাকায় উপহারের ঘরে বিদ্যুৎ সংযোগ

ভোলা সদর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ১৮৮ পরিবারকে বিনা জামানতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। মাত্র ৫০ টাকা সদস্য ফি দিয়ে বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে পরিবারগুলো। ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ সাব জোনের অধীনে ১০টি ইউনিয়নে এ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় পরানগঞ্জ সাব জোনের আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ এলাকায় ২৬টি নির্মিত ঘরে ওয়্যারিং পরিদর্শক মো. রাজু আহম্মেদের নেতৃত্বে লাইন টেকনেশিয়ান কামরুল হাসান বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন।

এ ঘটনায় মানিক মিয়া নামের ৭৫ ঊর্ধ্ব এক বৃদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শেখের বেটি আমাগোরে ঘর দিছে, এখন কারেন্টও দিতাছে। আল্লাহ যেন তাকে আরও বেশি হায়াত দান করেন এবং সব সময় সুস্থ রাখেন।’

লাইজু বেগম (২৯) বলেন, এখন থেকে লাইটের আলোতে মাইয়াডা লেখাপড়া করতে পারবো। আর কেরোসিনের জন্য টাকা খরচ করতে হবে না।

সালমা বেগম (২৬) প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বেলা নামাজ পড়ে শেখ হাসিনার জন্য দোয়া করি।

সংযোগ কার্যক্রম বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি পরানগঞ্জ সাব জোনের এজিএম মো. মিজানুর রহমান বলেন, আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে পরানগঞ্জ সাব জোনের আওতায় ভোলা সদর উপজেলার ১০টি ইউনিয়নে ১৮৮ টি পরিবারকে বিনা জামানাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে তাদের জন্য এটি আরও একটি উপহার। ফরম পূরন করে সরকারি ফি জমা দিলেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।