চাঁদা দাবির অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদ জুয়েল রানার বিরুদ্ধে রেজাউল করিম নামের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৯ মার্চ) রাতে ওই ব্যবসায়ী জুয়েল রানাকে প্রধান আসামি করে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার (৩০ মার্চ) সকালে জুয়েলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে কলাপাড়া বিজ্ঞ আদালতের বিচারক শোভন সাহরিয়ার তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তার কর্মী মাসুম ব্যবসায়ী রেজাউল করিমের নাসনাপাড়ার বালুর গদিতে দুই লাখ টাকা চাঁদার দাবিতে হামলা চালায়। এসময় ব্যবসায়ীর কাছ থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। পরে রেজাউল করিম কোনও উপায়ন্ত না পেয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন।

কালাপাড়া থানা সূত্রে জানা যায় তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন, জুয়েলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরও পড়ুন:

বাকিতে পেট্রোল না দেওয়ায় দোকানে হামলা, ৩ ছাত্রলীগ নেতা আটক
ইয়াবাসহ পৌর ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার
স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে