ছারছিনা দরবারের নির্মাণাধীন মিনার থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফের নির্মাণাধীন মিনার থেকে পড়ে লিনচান (৩০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিনচান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের ওয়াহিদ গাজীর ছেলে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক নাইম জানান, মিনারে কাজ করার এক পর্যায়ে লিনচান নিচের ধাপে পড়ে গিয়ে গুরুতর আহত হন। শ্রমিকরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক লিনচানকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক সামান্তা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।