অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে না দেওয়ার মুচলেকা পিতার

বরিশালের আগৈলঝাড়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া মাদ্রাসাছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নৌয়াদা গ্রামের সামচুল হকের ছেলে শেহাব উদ্দিন ওরফে সোহাগের (২২) সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সিদ্দিকুর রহমান জানান, বুধবার (১৬ জুন) বিকালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পূর্ব নির্ধারিত দিন ঠিক ছিল। বাল্যবিয়ের খবরে রাতে মেয়ের বাড়িতে যান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম। এ সময় তামান্নার পরিবার ভ্রাম্যমাণ আদালতকে নোটারি পাবলিকের কার্যালয়ের মাধ্যমে তার মেয়ের বিয়ের কাগজপত্র দেখান।

পরে তামান্না প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে তামান্নার পিতার মুচলেকা আদায় করেন আদালতের বিচারক।

উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম জানান, বাল্য বিয়ের রাষ্ট্রীয় আইনে স্বীকৃত নয়।