প্রধানমন্ত্রী সবার জন্য টিকার ব্যবস্থা করেছেন: তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই মহামারিতে দেশে বহু লোকের মৃত্যু হয়েছে। করোনার মহামারি মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন এবং দেশের প্রত্যেকটা মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অসহায়দের জন্য মানবিক সহায়তা চালু করেছেন।

শুক্রবার (০২ জুলাই) বিকালে ভোলা সদর উপজেলা পরানগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে উত্তর ভোলার পাঁচ ইউনিয়নের ছোট বাজারে লকডাউন সফল করতে ২৫ প্রতিনিধির এক ঘরোয়া বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি নির্দেশনামূলক বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। বৈঠকে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ইলাহী চৌধুরী।

এ সময় তিনি বলেন, বিগত সময়ে ভোলায় করোনা পরিস্থিতি ভালো ছিলো। দেশের অন্য জেলারগুলোর মধ্যে শনাক্তের হার তুলনামূলক কম ছিলো। এই লকডাউনের মধ্যে যদি স্বাস্থ্যবিধি না মেনে বাড়িতে থেকে বের হন, মাস্ক না পরেন তবে ভোলায় ব্যাপকহারে করোনার শনাক্তের হার বৃদ্ধি পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পরানগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ।