X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ঘরে ঘরে আ.লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান

ভোলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১৭:০৮আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:৩৮

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে এই শোভাযাত্রা করছে ক্ষমতাসীন দলটি।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা কখনও দেশের শান্তি-শৃঙ্খলাসহ মানুষের ভালো চায় না। বরাবরই তারা চায় দেশের উন্নয়নকে নস্যাৎ করে বিদেশিদের পায়ে লুটে পড়ে তাদের মাধ্যমে দেশে একটি অরাজকতা সৃষ্টি করে আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষ মেরে ক্ষমতায় যেতে।’

বর্ষীয়ান এই নেতা বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে তাদের এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। কেননা, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান পেয়েছে। তাই দেশের মানুষ উন্নয়নমূলক সব ধরনের কর্মকাণ্ডের পাশাপাশি দেশ পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবেন।’

এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস, পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জাতীয় চার নেতার ঐতিহাসিক অবদান ও জেলহত্যা দিবসের স্মৃতিকথা
জননী সাহসিকা-বঙ্গমাতা
‘ভোলায় দুটি কূপ খনন করলে অন্তত একটিতে গ্যাস পাওয়া যায়’
সর্বশেষ খবর
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে