X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ঘরে ঘরে আ.লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান

ভোলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১৭:০৮আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:৩৮

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে এই শোভাযাত্রা করছে ক্ষমতাসীন দলটি।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা কখনও দেশের শান্তি-শৃঙ্খলাসহ মানুষের ভালো চায় না। বরাবরই তারা চায় দেশের উন্নয়নকে নস্যাৎ করে বিদেশিদের পায়ে লুটে পড়ে তাদের মাধ্যমে দেশে একটি অরাজকতা সৃষ্টি করে আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষ মেরে ক্ষমতায় যেতে।’

বর্ষীয়ান এই নেতা বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে তাদের এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। কেননা, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান পেয়েছে। তাই দেশের মানুষ উন্নয়নমূলক সব ধরনের কর্মকাণ্ডের পাশাপাশি দেশ পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবেন।’

এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস, পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান পরিস্থিতিতে আ. লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে: এনসিপি
মহিলা আ. লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৪
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ভারত থেকে পুশইনের চেষ্টা করা ঠিক হচ্ছে না: খলিলুর রহমান
ভারত থেকে পুশইনের চেষ্টা করা ঠিক হচ্ছে না: খলিলুর রহমান
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়
দুটি জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণা
দুটি জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণা
করিডরের চেয়ে রাখাইনে সেফজোন করলে কাটবে রোহিঙ্গা সংকট
বলছেন রোহিঙ্গা নেতারাকরিডরের চেয়ে রাখাইনে সেফজোন করলে কাটবে রোহিঙ্গা সংকট
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি