করোনায় সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. জামাল হোসেন মাতুব্বর।

শনিবার (৩১ জুলাই) সকাল ৭টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার। জামাল হোসেন দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামের মৃত আজিজ মাতুব্বরের ছেলে।

জামাল হোসেনের ছোট ভাই মো. হুমায়ুন কবির জানান, তার বড় ভাইয়ের করোনার উপসর্গ দেখা দিলে ২৩ জুলাই বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন। ২৪ জুলাই তার করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউএনও আশিষ কুমার বলেন, এটি খুবই দুঃখজনক সংবাদ। ঢাকা থেকে জামাল হোসেনের লাশ গলাচিপায় নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এদিকে, সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহাজাদা সাজু ও শিক্ষকরা।