বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় আপস নেই: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এই তিনে কোনও আপস নেই। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবাহিক সরকার গঠন করায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনীর উদ্বোধনী শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে উপাচার্য বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. বাহাউদ্দীন গোলাপ, বিআরইউ সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের গবেষক আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, আলী জসীম, বিআরইউ সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহা।

আয়োজকরা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বিজয়ের ৫০ বছর ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশক উপলক্ষে শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শন, সন্ধ্যায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বীরাঙ্গনা, রণাঙ্গনের সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

এর আগে ১৪ ডিসেম্বর বিকালে শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ বরিশাল বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।