X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

‘আমেরিকা পাকিস্তানকে সমর্থন দেওয়ায় মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন’

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ২৩:৫৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২৩:৫৩

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমেরিকা পাকিস্তানকে সমর্থন দেওয়ায় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমদ।

অ্যাডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ-এর আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমেরিকা পাকিস্তানকে সমর্থন দেওয়ায় এবং সাহায্য করায় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। ওই সময় আমেরিকা পাকিস্তানকে সমর্থন না দিলে পাকিস্তানি এবং রাজাকারের হাতে ৩০ লাখ মানুষ শহীদ হতো না। এখন পাকিস্তান গণতন্ত্রের কথা বলে। এখন কার সঙ্গে গণতন্ত্রের কথা হবে, যারা স্বাধীনতাবিরোধী তাদের সঙ্গে? তাদের সঙ্গে তো আলোচনা হতে পারে না। সেই আমেরিকা আবার মাঠে নেমেছে। তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। আর আমেরিকায় বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আমরাও নিষেধাজ্ঞা দিতে জানি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

অ্যাডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য প্রফেসর ড. আবু হেলাল মো. আবদুল বাকী এবং ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘আজকের বাংলাদেশ অদম্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। দেশকে এগিয়ে নিতে আমাদেরকে গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তির অদৃশ্য শক্তি অর্জন করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য। সকল অপশক্তি মোকাবিলায় জাতীয়ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের এই অদম্য যাত্রাকে অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’

সভা সঞ্চালনা করেন অ্যাডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বশেষ খবর
পুরান ঢাকার লালবাগে ডিএসসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পুরান ঢাকার লালবাগে ডিএসসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পাকিস্তানের হামলার জবাব দিচ্ছে ভারত
পাকিস্তানের হামলার জবাব দিচ্ছে ভারত
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ