ধান কাটতে গিয়ে মানুষের কঙ্কাল দেখলেন কৃষকরা

পটুয়াখালীতে ধানক্ষেত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই এলাকায় ধান কাটতে গিয়ে কঙ্কালটি দেখতে পেয়ে থানায় খবর দেন। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, প্রায় তিন মাস আগে ওই এলাকার বাসিন্দা মো. মালেক মাঝি (৬০) নিখোঁজ হন। এটি তার কঙ্কাল হতে পারে। হয়তো তাকে কেউ হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে দেয়।

মালেক মাঝির ছেলে সাইদুল মাঝি বলেন, আমার বাবা ধানক্ষেতে সার দিয়ে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় সদর থানায় জিডি করেছিলাম। ওই কঙ্কাল আমার বাবার হবে। আমার বাবা সবসময় লুঙ্গির ভাঁজে মুড়িয়ে টাকা রাখতেন। এই কঙ্কাল উদ্ধারের পর পরনের কাপড়ের ভাঁজে টাকা পাওয়া গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,  কঙ্কালটি আসলে কার তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সাইদুল মাঝি দাবি করেছেন, এটি তার বাবার কঙ্কাল। ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি ল্যাবে পাঠানো হবে।