ডায়াগনস্টিক সেন্টারের কর্মীকে ধর্ষণের অভিযোগে কাউন্সিলর গ্রেফতার

ডায়াগনস্টিক সেন্টারের এক নারী কর্মীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে করা মামলায় বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। কালাম মোল্লা বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ট্রাক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত জল কাদের মোল্লার ছেলে।

মামলার বাদী ভুক্তভোগী নারী দাবি করেন, ‘সাত বছর ধরে কালাম মোল্লার সঙ্গে সম্পর্ক। বিয়ের আশ্বাসে প্রায়ই ধর্ষণ করে আসছিল। বিভিন্ন সময় বিয়ের কথা বলা হলেও তাতে কর্ণপাত করতো না। পরে আমি সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করি। কিন্তু কালাম মোল্লা আমাকে ভয়ভীতি দেখিয়ে বাধ্য করতো। এ জন্য আমার এক ভাইকেও মারধর করেছে। ওই ঘটনায় একটি মামলাও চলমান আছে।’

তিনি আরও বলেন, ‘নানাভাবে আমাকে ও পরিবারকে ভয়ভীতি দেখায়। তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে মানসম্মানের দিকে না তাকিয়ে মামলা করতে বাধ্য হই। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।’

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, আজ বিকালে ভুক্তভোগী কালাম মোল্লাকে আসামি করে ধর্ষণ মামলা করেন। কুয়াকাটা যাওয়ার পথে বাকেরগঞ্জ উপজেলা থেকে এই কাউন্সিলরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আগামীকাল শনিবার আদালতে তোলা হবে।