খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ টন চালসহ ট্রাক নদীতে, আহত ১১

ঝালকাঠির কাঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন হলতা নদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চালভর্তি ট্রাক পড়ে গেছে। এতে চালকসহ ট্রাকে থাকা ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে ইউনিয়নের ১০ টাকা কেজি মূল্যের চালের গ্রহীতা ৪৯৪টি হতদরিদ্র পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

সোমবার (২৮ মার্চ) মরিচবুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাটিখালঘাটা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের মার্চ মাসে বিতরণের জন্য ১৬ টন চাল ছিল।

আহতরা হলেন– ট্রাকচালক রেজাউল ইসলাম (৩০), শ্রমিক মমিন হোসেন (৩০), জুয়েল হোসেন (২৬), রানা মিয়া (২৮), রাজিব হোসেন (২৭), শামসুল হক (৩২), শুভ (২৮), আসলাম (৩০), সাইদুল ইসলাম (২৬), মন্টু (৫৫) ও বাচ্চু মিয়া (৪০)।

মেসার্স ইমরান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান আমুয়া খাদ্য গুদাম থেকে চালভর্তি করে ট্রাকটি পাটিখালঘাটা ঠিকাদার কামাল জমাদ্দারের গুদামে নিয়ে যাচ্ছিল, পথের মধ্যে মরিচবুনিয়া বাজার রাস্তার কিছু অংশ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ সময় ১১ জন শ্রমিক আহত হন। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা চালের বস্তাগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ ভবন ও রাস্তার ওপর রাখছেন।

এ ব্যাপারে ঠিকাদার কামাল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনও উদ্ধার করা যায়নি। তবে চাল উদ্ধার করে রাস্তায় ও ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হচ্ছে।