হাসপাতাল থেকে মালামাল চুরির সময় ২ নারী আটক, নার্স বরখাস্ত

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মালামাল চুরির ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত নার্স সীমা বাড়ৈকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন– বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের খ্রিস্টান কলোনির মিঠু বাড়ৈর স্ত্রী হেপি বাড়ৈ (৩৫) এবং একই এলাকার লিয়ন বাড়ৈর স্ত্রী রাইসা বাড়ৈ (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নারী হাসপাতালের মালামাল নিয়ে পালানোর সময় নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেন। উদ্ধার করা হয় হাসপাতালের পাঁচটি কম্বল, পাঁচটি টিস্যু বক্স, পাঁচটি অ্যাপ্রোন এবং এক বান্ডিল প্লাস্টার কাপড়। আটকদের দাবি, নার্স সীমা বাড়ৈ তাদের ওই মালামাল দিয়েছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন সীমা।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল বলেন, ‘ঘটনা তদন্তে হাসপাতালের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন সিনিয়র স্টোর অফিসার নুরন্নবী তুহিন এবং নার্সিং সুপারভাইজার সুফিয়া বেগম। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে ওই নার্সের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আটক দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।