কোরবানির গরু দেখতে গিয়ে অটোচাপায় প্রাণ গেলো শিশুর

পিরোজপুরের স্বরুপকাঠীতে কোরবানির গরু দেখতে গিয়ে অটোচাপায় আমিনা খানম (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮জুলাই) উপজেলার দৈহারি ইউনিয়নের চিলতলা বাজার সংলগ্ন বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা চিলতলা গ্রামের বেল্লাল হোসেন বেপারীর মেয়ে।

শিশুটির স্বজনরা জানান, শুক্রবার একজন রাস্তা দিয়ে একটি বড় আকৃতির কোরবানির গরু নিয়ে যাচ্ছিল। আমিনা গরু দেখতে বাড়ি থেকে দৌড়ে বের হয়। এ সময় ইন্দুরহাট থেকে দৈহারির উদ্দেশ্যে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত আমিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা অটোরিকশার চালক ইমরান হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। ইমরানের বাড়ি সোহাগদল গ্রামে।

স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনুশুয়া সমদ্দার জানান, শিশুটির মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। 

স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মাদ হোসেন বলেন, ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহত শিশুটির ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে বলে জানান তিনি।   

উল্লেখ্য,গত বছরে একই স্থানে স্থানীয় লাল মিয়ার পুত্র ইব্রাহিম হোসেন (১১) নামে এক কিশোর অটো চাপায় প্রাণ হারায়।