মেঘনার চরে আটকে গেছে লঞ্চ

ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি আল ওয়ালিদ-৯ মেঘনার চরে আটকে গেছে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় চরে আটকে যায় লঞ্চটি।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত লঞ্চটি চর থেকে নামানো সম্ভব হয়নি। তবে যাত্রীদের উদ্ধার করে বিকল্প পথে ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে।

মেহেন্দিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘শুক্রবার প্রায় ৩০০ যাত্রী নিয়ে লঞ্চটি ভোলার ইলিশ লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এদিন রাত পৌনে ১টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লঞ্চের মাস্টার। এ সময় লঞ্চটি চরে আটকে যায়।’

তিনি আরও বলেন, ‘রাতেই উদ্ধার অভিযান শুরু হয়। যাত্রীদের উদ্ধার করে ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে। লঞ্চটি এখনও চরে আটকে আছে। নামানোর চেষ্টা চলছে।’