বাবার পর ছেলেরও ‘আত্মহত্যা’

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে বাবার পর ছেলেও গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

‘আত্মহত্যাকারী’ প্রান্ত সরকার (২২) ওই গ্রামের মৃত বিকাশ সরকারের ছেলে। বিকাশ সরকার ছিলেন কৃষি ব্যাংকের কর্মকর্তা। চলতি বছরের ৪ এপ্রিল একইভাবে ‘আত্মহত্যা’ করেছিলেন বিকাশ।

প্রান্ত গত বছর উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ থেকে এইচএসসি পাস করেন। মঙ্গলবার বিকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রান্তর মা বুলু রানী বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) আগৈলঝাড়া শাখায় অপারেটর হিসেবে কর্মরত।

পরিবারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, ‘দুপুরে সবার অজান্তে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় প্রান্ত। তাকে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে লাশ নামান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।’

তিনি আরও বলেন, ‌‘গত ৪ এপ্রিল প্রান্তর বাবা বিকাশ সরকার একইভাবে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই প্রান্ত মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পরিবারের সদস্যদের ধারণা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে‌‍ই প্রান্ত ‍আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রান্তর মা বুলু রানী কীর্তনিয়া বলেন, ‌‘বাবার মৃত্যুর পর থেকেই প্রান্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে‌‍ পড়ে। আজ আমার অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে।’