বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের ওপরে খড়গ নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

বর্তমান সরকারের সময় গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গণমাধ্যম যে স্বাধীনতা পেয়েছে, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি বাংলাদেশের ইতিহাসে এত স্বাধীনতা কখনও ভোগ করেনি। শেখ হাসিনার আমলে যতগুলো টেলিভিশন অনুমোদন পেয়েছে, যত পত্রিকা অনুমোদন পেয়েছে, অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন পেয়েছে, বাংলাদেশের কোনও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তার অনুমোদন দেয়নি। আজ কিন্তু গণমাধ্যমের ওপরে কোনও খড়গ নেই। একটা সময় গণমাধ্যম ও সংবাদ কর্মীরা আতঙ্কে থাকতেন। তা কিন্তু এখন আর নেই। বর্তমান সরকার গণমাধ্যমকে রাষ্ট্রের সহায়ক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করে। 

রবিবার (২ অক্টোবর) পিরোজপুর প্রেসক্লাব মিলানয়তনে চ্যানেল আইয়ের জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথ্য অধিকার আইন করেছেন। এটি সংবাদ মাধ্যম ও দেশের নাগরিকদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে জনগণই রাষ্ট্রের মালিক। এটা ভেবে শুধু তথ্য অধিকার আইন না, তথ্য কমিশনও করে দিয়েছেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কারণ তথ্যের ভাণ্ডারকে গোপন করে রেখে কোনও জাতি এগোতে পারে না। 

চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান ডা. মানলাল আইচ লিটু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, শফিউল হক মিঠু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।