থাইল্যান্ডের হাসপাতালে এমপি শেখ এ্যানীর মৃত্যু

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টায় তিনি থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সদ্য প্রয়াত এই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী নাইমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার তার লাশ দেশে আনা হবে। খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ার পর প্রায় ১০ মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে শেখ খালিদ অরিন্দম আর মেয়ে শেখ প্রজ্ঞা জয়ীতা রহমান দুজনই ব্যবসায়ী।

শেখ এ্যানী রহমানের জন্ম পিরোজপুর শহরের শহীদ ফজলুল হক সড়কে। তার বাবা প্রয়াত খান এনায়েত হোসেন পাকিস্তান জাতীয় পরিষদের (৭০-এর নির্বাচনে পিরোজপুর-কাউখালী-ভান্ডারিয়া-কাঠালিয়া থেকে) সদস্য নির্বাচিত হন। এরপর ৭৩ সালে পিরোজপুর- কাউখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৭৫ সালে পিরোজপুর জেলা গভর্নর নির্বাচিত হন। ৬৪ থেকে ৭২ সাল পর্যন্ত পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭৩ থেকে ৭৫ সাল পর্যন্ত পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শেখ এ্যানী তার বাবার বড় মেয়ে। লনি সুলতানা নামে তার এক বোন ও খান সাঈদ হাসান বাবু নামে এক ভাই রয়েছেন।