পদ না পেয়ে ঝাড়ু হাতে বিএনপি নেতাদের বিক্ষোভ

বরিশাল নগরীর ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ না পাওয়ায় ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিতরা। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের কুশপুত্তলিকা পোড়ান তারা।

সোমবার (১৩ মার্চ) বিকাল ৫টায় পদবঞ্চিতরা নগরীর ২নং ওয়ার্ডের আকন ভিলা এলাকা থেকে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নাজিরের পোল হয়ে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে পদ পেতে টাকা দাবির অভিযোগ তুলে বক্তব্য দেন পদবঞ্চিতরা। পরে সদস্য সচিব জাহিদুল কবিরের কুশপুত্তলিকায় আগুন দেন।

পদবঞ্চিত হানিফুল ‍ইসলাম সুমন দাবি করেন, ২নং ওয়ার্ডের বিএনপির ‍আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে পেতে জাহিদুল কবির তার কাছে টাকা দাবি করেছেন। ওই টাকা না দেওয়ায় অনেককে পদ দেননি।

তবে ‍এ বিষয়টি সত্য নয় বলে দাবি করে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, পদ না পেলেই ‍এমন অভিযোগ করা হয়। সে (সুমন) একজন মাদক বিক্রেতা। কিছুদিন আগে তার বোন ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে। জেনেশুনে কীভাবে একজন মাদক বিক্রেতাকে পদে রাখি। তাছাড়া এখানে কমিটি করেছেন টিম লিডাররা। তারা সুমনের নামও দেননি। এরপরও সুমনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে।

প্রসঙ্গত, রবিবার রাতে দলীয় কার্যালয়ে থেকে ২নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এ সময় সেখানে উপস্থিত দফতরের দায়িত্বে থাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে পদবঞ্চিতরা। রিপন সেখান থেকে সটকে রক্ষা পান।