গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন, দেখে থামিয়ে পালিয়ে যান চালক

গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাসের পেছনে আগুন দেখে পেছনে থাকা একটি গাড়ির চালক সামনে এসে ইট নিক্ষেপ করলে বাসচালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে বাসের সুপারভাইজার ও হেলপারের সহায়তা যাত্রীরা গাড়ি থেকে নামে। যাত্রী হতাহত না হলেও গাড়ির বক্সের ভেতরে থাকা লাগেজ পুড়ে গেছে।

গাড়ির যাত্রী বরিশালের বেসরকারি সংস্থার আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৮টায় ঢাকা থেকে বাসটি ছেড়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। রাত ১২টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল অতিক্রমকালে বাসটির পেছনে আগুন ধরে যায়। তখন বাসে ১২ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে চালক বাসটি থামিয়ে পালিয়ে যায়। এ সময় হেলপার বাসে আগুন লেগেছে জানিয়েছে সবাইকে তাড়াতাড়ি নামতে বলেন। সুপারভাইজার দ্রুত বাসের দরজা খুলে দিলে সবাই বাস থেকে নেমে যান।

তিনি আরও বলেন, এ সময় বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়ির চালক বলেন, তিনি পেছন থেকে অনেক ডাকাডাকি করেছেন। কিন্তু গ্রীন লাইনের চালক গাড়ি চালিয়ে যেতে থাকে। পরে বাসের চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে  সামনে উঠে ইট নিক্ষেপ করেন বলে জানান। এ সময় চালক বিষয়টি বুঝতে পেরে গাড়ি থামিয়ে পালিয়ে যান।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বাসটির পেছনের এসি বিকল হয়ে আগুন ধরে যায়। বাসের চালক দ্রুত বাস থামিয়ে ফেললে যাত্রীরা নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের সামনে বক্সের মালামাল রক্ষা করা গেলেও পেছনের বক্সের মালামাল ভস্মীভূত হয়ে যায়।

হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।